২৩ আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ২৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের এক নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সকালে উপজেলার হারামিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, উপজেলার হারামিয়া এলাকায় অভিযানের পর এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় সন্দ্বীপ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ (২৮), তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নীরব মিয়াকে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একে ২২, দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শ্যুটারগান, নয়টি সিঙ্গেল ব্যারেল রাইফেল ও পাঁচটি পাইপগান রয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি মতে হারামিয়া এলাকার আরো কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
সম্প্রতি সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও পশুর হাটে গুলি করে দুজনকে হত্যার পর এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সোহেল মাহমুদ।