স্বামীকে পুলিশে দেওয়ার পর মিলল ছেলের লাশ
রাঙামাটির কাউখালী উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু ছেলেকে হত্যার পর জঙ্গলে ফেলে দেয় এক বাবা। সেই বাবাকে পুলিশের দেওয়ার নয়দিন পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর নাম নীরব চাকমা (৫)। পুলিশ শিশুটির বাবা এরেক্কু চাকমাকে (২৬) গ্রেপ্তার করেছে। এরেক্কু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার গামারী ঢালা গ্রামে।
কাউখালী থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এরেক্কু চাকমা তাঁর স্ত্রী অন্তরা চাকমাকে (২০) নিয়ে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। অন্তরা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু তাঁর স্বামী কোনো কাজ করতেন না। চাকরির পাশাপাশি সন্তানকে সামলানো অন্তরার পক্ষে কঠিন হয়ে পড়ে। গত ৮ নভেম্বর কাজের চাপের জন্য অন্তরা তাঁর স্বামীকে বলেন ছেলেকে সামলাতে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরদিন ৯ নভেম্বর এরেক্কু চাকমা কাউকে কিছু না বলে শিশু ছেলে নীরব চাকমাকে নিয়ে বের হয়ে যান। পরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার মঘাছড়ি এলাকার চন্দ্রবংশ শিশু সদনের নির্জন পাহাড় ঘেরা রাস্তায় ছেলেকে গলা টিপে হত্যা করে জঙ্গলে ফেলে দেন এরেক্কু চাকমা।
অন্তরা তাঁর সন্তানকে না পেয়ে সন্দেহ করেন স্বামীকে। পরে আত্মীয়দের সহায়তায় এরেক্কু চাকমাকে আটক করে আজ দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেন অন্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, হত্যাকারীর স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।