মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে মেডিকেল ভর্তির ফাঁস করা প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানান। এ ছাড়া নতুনভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করা হয়। এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।