সাতক্ষীরায় ডাকাতদের হামলায় আহত ৪
সাতক্ষীরার ঘোষপাড়ায় ডাকাতদের লোহার রডের আঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাঁদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। তারা বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে আলমারির চাবি চায়। তা দিতে গড়িমসি করায় বাড়ির মালিক অশোক ঘোষ (৫৮), তাঁর মা মধুমালা ঘোষ (৭৮), স্ত্রী চন্দনা ঘোষ (৪৮) ও ছেলে জয় ঘোষকে (১৮) লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আলমারি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এর আগে চিৎকার করায় ডাকাতরা নান্টু ঘোষ ও শুভঙ্কর দাস নামের দুই প্রতিবেশীকে রশি দিয়ে পিঠমোড়া করে বেঁধে রাখে।
সদর থানার সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, গ্রিল কেটে ঘরে ঢুকে মারধর করে সন্ত্রাসীরা কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলেও জানান তিনি।