খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র
দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ অভিযোগপত্রটি দাখিল করেন। এর আগে সোমবার এ অভিযোগপত্রটি অনুমোদন দেয় দুদক।
খোকা ছাড়া অভিযোগপত্রে যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানের নাম মামলায় থাকলেও অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২৪ আগস্ট খোকাসহ আটজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক।