গ্রেপ্তার বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি
নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন,‘যদি পাইকারিভাবে অ্যারেস্ট চলতে থাকে, তাহলে তো পরিবেশকে সুষ্ঠু বলা যায় না।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন।
ড. কামাল বলেন, ‘সকলেই যেন মুক্তভাবে নির্বাচিত হওয়ার জন্য ,নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারে, তার জন্য অপরিহার্য কি? একটা সুষ্ঠু পরিবেশ।’ তিনি আরো বলেন, ‘যদি অ্যারেস্ট চলতে থাকে, তো পরিবেশকে সুষ্ঠু বলা যায় না।স্বাভাবিক বলা যায় না। তো স্বাভাবিক সু্ষ্ঠু পরিবেশ রক্ষা করা অপরিহার্য।’
এদিকে গ্রেপ্তার বন্ধের প্রতিশ্রুতি দিয়েও প্রধানমন্ত্রী কথা রাখেননি বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, প্রধানমন্ত্রীর কাছে বলেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচন কমিশন পর্যন্ত দিয়েছে। কিন্তু তা করা হচ্ছে না। গ্রেপ্তার করাই হচ্ছে। আমরা আশা করব, এই গ্রেপ্তার বন্ধ হবে। অন্যথায়, নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু করার জন্যে, এবং নির্বাচনকে কার্যকর করার জন্যে, আমরা বৃহত্তর একটা কর্মসূচি নিতে বাধ্য হব।’
সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমার আহ্বান তারা যেন নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে এবং ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে তাদের দায়িত্ব পালন করেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সব কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান আমরা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে ওঠে নিজ নিজ দায়িত্ব পালন করি। যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বই হুমকির মুখে পড়বে।’
এছাড়া গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতারা। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতেও তাঁরা আহ্বান জানান।