চট্টগ্রামে মা-মেয়ে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে মা-মেয়েকে খুনের দায়ে আবু রায়হান (২৩) ও শহীদ (২৭) নামেন দুজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের রাষ্টপক্ষের কৌঁসুলি আইয়ুব খান জানান, ২০১৪ সালের ২৪ মার্চ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের একটি ভবনের চতুর্থ তলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর স্ত্রী রেজিয়া বেগম (৫০) ও তার মেয়ে নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে দুর্বত্তরা হত্যা করে।
এ ঘটনায় নিহত রেজিয়া স্বামী রেজাউল করিম দুজনকে আসামি করে মামলা করেন। গত ২৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।