৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত : এ্যানি
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ মনে করছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকা ছাড়া করবে। কিন্তু মামলা-হামলা দিয়ে কোনো লাভ হবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জেলে। তবু বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না।’
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকায় নিজ বাসভবনের সামনে সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন এ্যানি।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘তারা আমাদের ভয় পায়। আমাদের কর্মকাণ্ডকে ভয় পায়। তারেক রহমান নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ও ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। আর তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।’
বিএনপির প্রচার সম্পাদক এ্যানি বলেন, ‘অস্বাভাবিক পরিস্থিতি আমরা মোকাবিলা করছি। একটি ক্রান্তিকাল আমাদের সামনে নেমে এসেছে। এসব অতিক্রম করার জন্য আমরা জিয়ার সৈনিকরা মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি। জিয়াউর রহমানের আদর্শ আমাদের মূল শক্তি। এই শক্তি দিয়েই আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব। এই নির্বাচন বিএনপির বাঁচা-মরার লড়াই। তাই নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপি, ঐক্যফ্রন্ট ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।