প্রতীক পেলেন লক্ষ্মীপুরের ২৪ প্রার্থী
লক্ষ্মীপুরের ২৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল প্রতীকগুলো তাদের হাতে তুলে দেন।
রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার লক্ষীপুরের চারটি আসনে এই ২৪জন লড়াই করবেন।
প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আনোয়ার খান (তরিকত ফেডারেশন নৌকা); শাহাদাত হোসেন সেলিম (এলডিপি, ধানের শীষ); মোশাররফ হোসেন (এনপিপি, আম); আলমগীর হোসেন (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল); রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা); সিরাজ মিয়া (বিএনএফ, টেলিভিশন) ও রেজাউল করিম (মুসলিম লীগ, হারিকেন)।
লক্ষ্মীপুর-২ ( সদর আংশিক ও রায়পুর) আসনে রয়েছেন আবুল খায়ের ভূঁইয়া (বিএনপি, ধানের শীষ); মোহাম্মদ নোমান (মহাজোট, লাঙ্গল); মোহাম্মদ শহিদ ইসলাম (স্বতন্ত্র, আপেল); হেলাল উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, চেয়ার); শেখ ফায়েজ উল্যাহ শিপন (মুসলিম লীগ, হারিকেন) ও শাহজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ কে এম শাহজাহান কামাল (আওয়ামী লীগ, নৌকা); শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (বিএনপি, ধানের শীষ); মোহাম্মদ ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা); সেলিম মাহমুদ (এনপিপি, আম) ও নূর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল )।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে লড়াই করবেন আ স ম আবদুর রব (জাতীয় ঐক্যফ্রন্ট, ধানের শীষ); আবদুল মান্নান (মহাজোট, নৌকা); আবদুর রাজ্জাক চৌধুরী (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল); মিলন কৃষ্ণ মণ্ডল (বাসদ, মই); তানিয়া রব (জেএসডি, তারা) ও মো. শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, দলীয় ও বরাদ্দ করা প্রতীকে প্রার্থীরা নিজ নিজ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ৩০ ডিসেম্বর জেলার ৪৪৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ প্রতীক বরাদ্দের সময় সেখানে জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলামও উপস্থিত ছিলেন।