লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় বাড়িতে থাকা বেশ কয়েকটি চেয়ার-টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে নারীসহ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। সরকার দলীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে সেলিমের অভিযোগ।
সেলিম এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব।
শাহাদাত হোসেন সেলিম জানান, ধানের শীষ-সমর্থিত নেতাকর্মীরা তাঁর বাড়ির সামনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা বাড়িতে থাকা কয়েকজন নারীসহ নেতাকর্মীদের মারধর করে। একপর্যায়ে তারা বেশকিছু চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় তারা তিনজন সমর্থকের তিনটি মোবাইল নিয়ে চলে যায়। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।