শক্তিমানের হত্যাকারী সন্দেহে যুবক আটক
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটকের তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার রাতে রাঙামাটি থেকে হাটহাজারী যাওয়ার পথে ইছাপুর এলাকায় একটি অটোরিকশা থেকে কালীশংকর চাকমা (৩০) নামের ওই যুবককে আটক করা হয় বলে র্যাব ৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন।
সোহেল মাহমুদ দাবি করেন, র্যাবের একটি টহলদল ওই অটোরিকশাটিকে চ্যালেঞ্জ করলে কালীশংকর দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কালীশংকর স্বীকার করেছেন বলেও দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরো বলেন, এ সময় কালীশংকরের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
২০১৮ সালের ৩ মে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহসভাপতি শক্তিমান চাকমাকে নিজ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।
পরের দিন শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাশফায়ার করে আরো ছয়জনকে হত্যা করা হয়। এর মধ্যে ইউপিডিএফের (গণতান্ত্রিক) প্রধান তপনজ্যোতি চাকমা বর্মাও রয়েছেন। বাকি পাঁচজন তাঁর সহযোদ্ধা।
নিহতের স্বজন ও সংগঠনের পক্ষ থেকে এই দুটি হত্যাকাণ্ডের জন্য প্রসিত খিসার নেতৃত্বাধীন আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে আসছে। যদিও তা অস্বীকার করে আসছে ইউপিডিএফ।