রাঙামাটিতে মেশিনগানসহ তিনজন আটক
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সাক্ষরের পর প্রথমবারের মতো পার্বত্য রাঙামাটিতে মেশিনগান উদ্ধার করা হয়েছে। শনিবার ভোররাতে জেলা সদরের বিলাইছড়িপাড়া থেকে মেশিনগান ও কার্বাইনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী
আটক ব্যক্তিরা হলেন বিশ্বজ্যোতি চাকমা ওরফে বাগানবাবু ওরফে সিদং (৫০), বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয় ওরফে বাখর (৪৩) ও উল্যা প্রু মার্মা (৪৭)। এ সময় তাদের কাছ থেকে একটি মেশিনগান, একটি সাব কার্বাইন ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা সাবেক জেএসএস (শান্তিবাহিনীর) নেতা এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় আরো অন্তত ১৫ জন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটকের পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকৃতরা দীর্ঘদিন ধরে পার্বত্য দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন জনংসহতি সমিতি এবং প্রসীত খীসার ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের অস্ত্র সরবরাহ করে আসছিল। সর্বশেষ ইউপিডিএফকে ছয়টি একে-৪৭ সরবরাহ করেছেন বলে জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। অস্ত্র সরবরাহকারী এই গ্রুপটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো একটি বড় অস্ত্রের চালান সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
আটককৃত বিশ্বজ্যোতি চাকমা কিংকর এর আগেও একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তিনি আন্তঃরাষ্ট্রীয় অস্ত্র চোরাচালান ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।