চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ওই ঘটনায় নিহত দম্পতির সন্তানসহ ছয়জন আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন জীবননগরের উথলী মালোপাড়ার রবিউল ইসলাম (২৭) ও তাঁর স্ত্রী শ্যামলী খাতুন (২২)। নিহত অন্য দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, নিহত দম্পতির ছেলে তৌফিক (৬), অটোরিকশা যাত্রী পাখি বেগম (৭০), লিপি (৩৫), আমির হামজা (৪০), আকিজ হোসেন (২৫) ও রেজাউল (২৫)।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জীবননগর থেকে ছেড়ে আসা কেজিএন পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গায় যাওয়ার পথে মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ও লোকনাথপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল এসব তথ্য জানান।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সিরাজুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।