ঐক্যফ্রন্ট নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এরা সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা জনগণের প্রত্যাশিত শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অশুভ তৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।’
আজ রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে এক পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে। আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন। আর শপথ নিন স্বাধীনতাবিরোধীদের চূড়ান্তভাবে পরাজিত করার। তারা ক্ষমতায় এলে লাশের মিছিল হবে, রক্তের দরিয়া বইবে, বিএনপি আগুন সন্ত্রাস, খুন ও দুর্নীতি ছাড়া দেশবাসীকে কিছুই দিতে পারেনি।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপির রাজনীতিকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারও হাওয়া ভবন হবে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসবে।’
পথসভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।