এ্যানির রাজনীতি শেষ, সে সন্ত্রাসের রাজনীতি করে : বিমানমন্ত্রী
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও বিমানমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল। কামাল বলেছেন, ‘এ্যানির রাজনীতি শেষ, তাঁর পাশে কেউ থাকবে না। সে সন্ত্রাসের রাজনীতি করে। আমি উন্নয়ন ও শান্তির রাজনীতি করি।’
আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
এর আগে সকালে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির ২৫ জন, আওয়ামী লীগের ছয়জন ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করে বিএনপি।
সংবাদ সম্মেলনে শাহাজাহান কামাল বলেন, ‘এ্যানি তাঁর ক্ষমতার আমলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ফের আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। সকালে শান্তিরহাট এলাকায় দলবল নিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী আহত হয়। এ ছাড়া শনিবার রাতে মান্দারী ও চরশাহী ইউনিয়নের দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে তাঁর লোকজন।’
বিমানমন্ত্রী আরো বলেন, ‘লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিতে হবে। নৌকার বিজয় হলে লক্ষ্মীপুরসহ সারা দেশের মানুষ শান্তিতে থাকবে। নিরাপদে থাকবে।’
এ সময় সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এদিকে, সকালে হামলার পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে যুবলীগ কর্মীরা বের করে দেন বলেও অভিযোগ জানায় বিএনপি।
পরে আহত শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সকালে নির্বাচনী গণসংযোগকালে পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলায় অন্তত ২৫ জন আহত হয়। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’