চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, মাইক্রোবাস ভাঙচুর
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর গণসংযোগে হামলা চালিয়ে দুটি মাইক্রোবাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন সংলগ্ন বাজারে দুর্বৃত্তরা ওই হামলা চালায়।
হামলায় আহতরা হলেন আনোয়ার হোসেন আনার, নাঈম হোসেন ও আরাফাত হোসেন।
মাহমুদ হাসান খানের অভিযোগ, সন্ধ্যায় উথলী বাজারে গণসংযোগ করছিলেন তিনি। ওই সময় দুর্বৃত্তরা সংগঠিত হয়ে তাঁর সঙ্গে থাকা বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করে। ওই সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘হামলার অভিযোগ পেয়ে সরেজমিন গিয়েছিলাম। ধানের শীষের তিনজন কর্মী সামান্য আহত হয়েছে। দুটি গাড়ির কাঁচ ভেঙেছে। হামলাকারীদের বিষয়ে কেউ মুখ খোলেনি। পরিচয় জানার চেষ্টা চলছে।’