হামলা-মামলায় নির্বাচনী পরিবেশ ভুলুণ্ঠিত : বিএনপির প্রার্থী মাহমুদ
চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বলেছেন, নৌকার প্রার্থীর সমর্থকদের একের পর এক হামলা-মামলা ও সহিংসতায় নির্বাচনী পরিবেশ ভুলুণ্ঠিত হয়েছে। পুলিশের প্রতি আস্থা নেই। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে। সেনাবাহিনীর ওপর আমার আস্থা আছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি নেতা মাহমুদ হাসান খান জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন।
মাহমুদ হাসান খান জানান, ভোটের প্রচারণা শুরুর পর ১০টি গায়েবি মামলায় সাত শতাধিক বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ পাঁচ শতাধিক অজ্ঞাত পরিচয় আসামি দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদর আংশিক) ধানের শীষের এই প্রার্থী বলেন, পুলিশের প্রতি আস্থা নেই। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে। সেনাবাহিনীর ওপর আমার আস্থা আছে। আমি আশা করি তাদের সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য হবিবুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ও লিয়াকত আলী শাহ এবং দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।