চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, কত জানেন?
চুয়াডাঙ্গায় বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহের জন্য অচল হয়ে পড়েছে সেখানকার জীবনযাত্রা। শীতার্ত মানুষ গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছেন না।
আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, শীতের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েই চলছে। সদর হাসপাতালে ১৩ শয্যার শিশু ওয়ার্ডেই চিকিৎসা নিচ্ছে প্রায় অর্ধশত শিশু।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘বর্তমানে সদর হাসপাতালে যে পরিমাণ ডায়রিয়া ও নিউমোনিয়াজনিত রোগে শিশুরা ভর্তি হচ্ছে, যা আমাদের হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। হাসপাতালে নার্সের স্বল্পতা রয়েছে, চিকিৎসকের স্বল্পতা রয়েছে। সে তুলনায় তিন গুণেরও বেশি বাচ্চা ভর্তি হচ্ছে। আমাদের পক্ষে এটা সামলানো অনেক কঠিন। তাও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শিশুদের যেন ঠান্ডা না লাগে, সে জন্য তাদের গরম কাপড় দিয়ে ঢেকে রাখার কথাও বলেন ডা. শামীম।