শাবিতে মর্টার শেল ‘বেচতে গিয়ে’ আটক

Looks like you've blocked notifications!
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে উদ্ধার করা মর্টারশেল পরিষ্কার করছেন এক পুলিশ সদস্য। ছবি : এনটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাটিকাটা শ্রমিককে আটক করা হয়। 

বিক্রির জন্য ওই যুবক মর্টারশেলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ভবনের সামনে থেকে মর্টারশেলসহ শেখু মিয়া নামের ওই শ্রমিককে আটক করা হয়।

শেখুর বাড়ি নেত্রকোনার মদন উপজেলার দেউছি গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের যুগীটিলায় বসবাস করেন। তিনি পেশায় মাটিকাটা শ্রমিক।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, শেখু মিয়া মর্টারশেলটি নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে এলে তা দেখে ফেলেন শিক্ষার্থীরা। ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার ও শেখু মিয়াকে আটক করে।

শেখু মিয়ার বরাত দিয়ে ওসি আকতার জানান, শনিবার বিমানবন্দর এলাকায় মাটিকাটার কাজ করার সময় মর্টারশেলটি পান শেখু মিয়া। পরে তা সেখান থেকে লুকিয়ে নিয়ে আসেন। মর্টারশেলটি বিক্রির জন্য তিনি ক্রেতার সন্ধানে শাবিপ্রবিতে এসেছিলেন।