বাদীপক্ষের সাক্ষী সাফাই গাইলেন আসামিপক্ষের!

Looks like you've blocked notifications!

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় বাদীপক্ষের সাক্ষী দিতে এসে আসামিদের সাফাই গাইলেন ব্যবসায়ী মাসুক মিয়া। তিনি সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় রাজন হত্যার ঘটনাস্থলের ব্যবসায়ী। তাই তাঁকে ওই মামলার অভিযোগপত্রে বাদীপক্ষের সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল।

কিন্তু আজ রোববার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষী দিতে এসে আসামিপক্ষের হয়ে কথা বলেছেন মাসুক মিয়া। পরে বাদীপক্ষের আইনজীবীরা তাঁকে বৈরী ঘোষণা করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে গ্রেপ্তার হওয়া ১০ আসামির উপস্থিতিতে বাদীপক্ষের পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের শুরুতেই রাজনের মায়ের সাক্ষ্য নেন আদালত। পরে রাজন হত্যার ঘটনাস্থলের ব্যবসায়ী মাসুক মিয়ার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় তিনি আসামিদের পক্ষে কথা বলা শুরু করেন। একপর্যায়ে বাদীপক্ষের আইনজীবীরা তাঁকে বৈরী ঘোষণা করেন।

এ ব্যাপারে রাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী বলেন, ‘ব্যবসায়ী মাসুক ১৬১ ধারায় পুলিশের কাছে এক রকম সাক্ষী দিয়েছিলেন। কিন্তু আজ আদালতে এসে পুরো ভিন্ন সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি। তাই আমরা আদালতের কাছে তাঁকে বৈরী ঘোষণা করার আবেদন জানিয়েছি।’

ব্যবসায়ী মাসুক মিয়ার গ্রামের বাড়ি সদর উপজেলার সাবেরগাঁওয়ে। রাজন হত্যার অন্যতম আসামি কামরুলের গ্যারেজের পাশে একটি দোকান রয়েছে তাঁর। তাই ওই মামলায় পুলিশ ১৬১ ধারায় তাঁর জবানবন্দি নিয়েছিল।