সিলেটে রেল যোগাযোগ পুনরায় চালু

Looks like you've blocked notifications!
সিলেটের পাড়াইরচক এলাকায় লাইনচ্যুত হওয়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ছবি : এনটিভি

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টা পর পুনরায় তা চালু হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের পাড়াইরচক এলাকায় লাইনচ্যুত হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানিয়েছেন, কুলাউড়া ও সিলেট থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় লাইনচ্যুত বগিটি পুন:স্থাপন করেন।

রাত সাড়ে ৯টায় উদ্ধার অভিযান শুরু হয়।

লাইনচ্যুত হওয়া ট্রেনটির কর্মী পারভেজ ও আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের পাড়াইরচক এলাকায় আসার পর ৯ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনচালক দ্রুত বিষয়টি অনুধাবন করতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে বন্ধ হয়ে যায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল।

তাঁরা আরও জানান, বগি উদ্ধারের জন্য সিলেট থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে। এ ছাড়া আরেকটি ট্রেন কুলাউড়া থেকে এলে পুরোপুরি উদ্ধারকাজ শুরু হয়।