লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে গুলিতে যুবক নিহত
লক্ষ্মীপুর-৩ (সদর) নির্বাচনী আসনের একটি ভোটকেন্দ্রে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ভোটের আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘(অপরাধীরা) কোনো অপরাধ সংগঠনের জন্য হাজির হইছে। বোরালিয়া সেন্টারের পিছে ডোবার ভেতরে তাঁর (নিহত) গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। এখন এই মৃত ব্যক্তির গুলিবিদ্ধ লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে।’
দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করতে এসে ককটেল ফাটায়। একপর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলি করে। সে সময় আমরা কেন্দ্রের দ্বিতীয়তলায় আশ্রয় নিই।’
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন বলেন, ‘সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অতর্কিতে এলোপাতাড়ি গুলি করছে। আমাদের ছাত্রলীগের দুজন ছেলে আহত হইছে, আর একজন গুলি করছে সে স্পটডেড। তো ওকে আমি এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, আসলে সে কে, বা বাড়ি কোথায়।’
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রধান দুই রাজনৈতিক দল থেকে নৌকা মার্কায় বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধানের শীষে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করছেন।