লক্ষ্মীপুরে দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘দি অপটিমিটসের’ শিক্ষাবৃত্তির আওতায় আর্থিক সহায়তা পেয়েছে লক্ষ্মীপুরের দরিদ্র ও মেধাবী ১০ শিক্ষার্থী।
আজ বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই এই বৃত্তি পায় শিক্ষার্থীরা।
এ সময় আনুষ্ঠানিকভাবে প্রত্যেক শিক্ষার্থী ৯ হাজার ৩০০ টাকা করে পায়। তাদের মোট ৯৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সংগঠনটির ‘চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম’ নামক কর্মসূচির শিক্ষা বৃত্তির আওতায় এ বৃত্তি দেওয়া হয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই ১০ জনকে শিক্ষার্থীকে অব্যাহতভাবে এই সহায়তা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ২০১৬ সালে আত্মপ্রকাশ ঘটে দি অপটিমিটসের।
সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার পরিচালক অহিদুল হক বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পরিচালক জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত।