রাঙামাটিতে একজনকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়িতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে তাঁকে গুলি করা হয়।
নিহত ব্যক্তির নাম বসু চাকমা (৪০)। তিনি বাঘাইছড়ি এলাকার খেদারমারা গ্রামের বাসিন্দা।
বাঘাইছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক হিরো বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জনৈক জ্যোতি প্রভা চাকমার বাড়িতে খাবার খাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাঁকে গুলি করে হত্যা করে।
নিহত ব্যক্তির লাশের পাশে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, পিস্তলের গুলি দুই রাউন্ড, খালি খোসা ৯ টি ও খাবার খাওয়ার আলামত পাওয়া যায়।
জেএসএসের (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চুক্তি বাস্তবায়নের স্বার্থে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করেছি। কিন্তু সন্তু লারমার জেএসএস সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করলে ইউপিডিএফ তাদের সমর্থন দেয়। আমরা ধারণা করছি ওই দুইটি গ্রুপ এক হয়ে কিংবা দুই গ্রুপের যেকোনো একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তারা নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করছি আমরা।’ তিনি এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।