পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর্জা শামসুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক প্রবাহের সম্পাদক ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি মীর্জা শামসুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, আনোয়ারুল হক, প্রফেসর শিবজিত নাগ, ক্লাবের সহসভাপতি মুরশাদ সুবহানী, কোষাধ্যক্ষ শহিদুর রহমান শহিদ, কার্যনির্বাহী সদস্য সুশীল তরফদার, মীর্জা শামসুল ইসলামের ছেলে উৎপল মীর্জা, ভাতিজা মীর্জা আজাদ, ক্লাবের সদস্য মুস্তাফিজুর রহমান চন্দন, আব্দুল জব্বার, আব্দুল হামিদ খান, কৃষ্ণ ভৌমিক, সরোয়ার মোর্শেদ উল্লাস প্রমুখ।
বক্তারা মরহুম মীর্জা শামসুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পাবনায় সংবাদিকদের পথপ্রদর্শক মীর্জা শামসুল ইসলাম তাঁর ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে দক্ষ এবং নির্ভীক ছিলেন। সাংবাদিকতায় তিনি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কীভাবে লিখতে হয় ছোটদের হাতে-কলমে শিক্ষা দিয়ে গেছেন। আজও বেঁচে থাকলে তিনি আমাদের চলার পথের পাথেয় হতেন। তাঁকে হারিয়ে পাবনায় কর্মরত সাংবাদিকরা একজন অভিভাবককে হারিয়েছেন।
বক্তারা মীর্জা শামসুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ বি এম ফজলুর রহমান, পাবনা