কালিয়াকৈর ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচ যাত্রী।
একই সময় শ্রীপুরে একটি শ্রমিকবাহী গাড়ি এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান বলে জানান ওসি।
অন্যদিকে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাহার আলম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মারা যান। এ সময় আহত হন অন্তত ১০ যাত্রী।