অনিয়ম প্রতিরোধে গাইবান্ধা-৩ আসনে তদন্ত কমিটি গঠন

Looks like you've blocked notifications!

গাইবান্ধা-৩ আসনে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান ইসির উপসচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার।

গত ২০ ডিসেম্বর এই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত করা হয়। এরপর পুনঃতফসিল করে ২৭ জানুয়ারি এই আসনে ভোটের দিন নির্ধারণ করেন ইসি।

ইসির উপসচিব শরীফ হোসেন জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধে সারা দেশে ১২২টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় এখানেও করা হয়েছে।

এই তদন্ত কমিটির সদস্যরা হলেন গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায় ও গোবিন্দগঞ্জ চৌকির সহকারী জজ লিটন হোসেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু জাফর মো. জাহিদ (স্বতন্ত্র), এস এম খাদেমুল ইসলাম খুদি (জাসদ), দিলারা খন্দকার (জাতীয় পার্টি), মো. ইউনুস আলী সরকার (আওয়ামী লীগ), মো. মিজানুর রহমান তিতু (ন্যাশনাল পিপলস পার্টি), মো. হানিফ দেওয়ান (ইসলামী আন্দোলন) ও সাদেকুল ইসলাম (বাসদ)।

এ ছাড়া আসনটিতে পুনঃতফসিল ঘোষণার পর বিএনপি নেতা সৈয়দ মইনুল হাসান সাদিকসহ চারজন মনোনয়নপত্র জমা দেন।