অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার টরকি মোড়ে এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
নিহত অটোরিকশাচালক আবুল কালাম সরকার (৪৮) সদরের চরকেওয়ার ইউনিয়নের কদমতলী শেহেরকান্দি গ্রামের ইউনুস সরকারের ছেলে। আহত তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক রিপন হোসেনকে (৪৫) বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান জামিল খান জানান, টরকি এলাকায় টার্নিং পয়েন্টে অটোরিকশা ও একমি কোম্পানির পিকআপ ভ্যানের সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক কালাম মারা যান। এ ঘটনায় পিকআপ ভ্যান ও তাঁর চালককে আটক করা হয়েছে।