পাঁচ দিনেও হস্তান্তর হয়নি হোশি কুনিওর লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/07/photo-1444196154.jpg)
জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার পাঁচ দিনেও তাঁর লাশ হস্তান্তর হয়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি রাখা আছে।
গতকাল মঙ্গলবার রাতে জাপান দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধিদল মর্গে হোশি কুনিওর লাশ পর্যবেক্ষণ করেছে। কিন্তু লাশ না নিয়েই তারা ফেরত গেছে।
হোশি কুনিও হত্যা মামলার আসামি রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী বিপ্লব ও হোশি কুনিওর সহকারী হুমায়ুন কবীর হীরাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কাউনিয়া থানা পুলিশ।
এদিকে, গত শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক জাকারিয়া বালাকে গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছে পুলিশ। বর্তমানে তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। সকালে নগরীর মুন্সিপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুটারীতে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কাছ থেকে গুলি করে। গুলি তিনটি তাঁর বুক, পাঁজর ও হাতে লাগে।