শিশু সাঈদ হত্যা : অভিযোগপত্রের ওপর শুনানি হয়নি

Looks like you've blocked notifications!
আবু সাঈদ। ফাইল ছবি

দিন ধার্য থাকলেও সিলেটে নয় বছরের শিশু আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় অভিযোগপত্রের ওপর শুনানি হয়নি। আজ বুধবার শুনানির দিন ধার্য ছিল। এক আসামির জামিন শুনানির জন্য উচ্চ আদালতে নথি স্থানান্তর করায় শুনানি হয়নি বলে জানা গেছে।

সিলেট মহানগর হাকিম আদালত ১-এর বিচারক সাহেদুল করিম শুনানি না করে পরবর্তী তারিখ ধার্য করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল মজিদ খান জানিয়েছেন, মামলার এক আসামির জামিন শুনানির জন্য উচ্চ আদালতে নথি স্থানান্তর করায় আজ অভিযোগপত্রের ওপর শুনানি হয়নি।

মহানগর হাকিম আদালতের আদালত পরিদর্শক পংকজ দাস জানান, আদালতের বিচারক পরবর্তী তারিখে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন। শুনানির তারিখ পরে জানানো হবে।

চলতি বছরের ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ করা হয়। এরপর ১৪ মার্চ রাত সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে সাঈদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসাইন। আসামিরা হচ্ছেন, নগরীর বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিদ হোসেন মাসুদ। অভিযুক্তদের মধ্যে মাসুদ পলাতক।

আবু সাঈদ নগরীর রায়নগর হজরত শাহ মীর (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আবদুল মতিনের ছেলে সাঈদ। সাঈদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এড়ালিয়া বাজারের খশিলা এলাকায়।