শিক্ষার্থীদের ঘেরাও কর্মসূচি পণ্ড করল পুলিশ
প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনকারীদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে শাহবাগে রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। তবে মিছিলটি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের একটি অংশ সামনে এগোলে ওয়াসা ভবনের সামনে পুলিশ আবার তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। বেশ কিছুক্ষণ অবস্থানের পর পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়, এ সময় তারা পিছু হটতে বাধ্য হয়। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়।
এদিকে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি, মিছিল, পুলিশের ব্যারিকেড ও ধ্বস্তাধস্তির কারণে নগরজুড়ে সৃষ্টি হয় যানজট।
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে দুপুর ২টার দিকে শাহবাগ মোড় থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের দিকে রওনা হন আন্দোলনকারীরা। এর আগে বেলা ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের সঙ্গে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস বন্ধ রেখে তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া সঙ্গে ছিলেন তাঁদের অভিভাবকরা।
অনৈতিকভাবে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সহকর্মী হিসেবে মেনে নেবেন না বলে জানিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তাই পুনরায় পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের। আর আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের আন্দোলন কঠোরভাবে চালিয়ে যাবেন।
গত ১৮ সেপ্টেম্বর দেশের ২২টি সরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৪ হাজার ৭৮৪ জন অংশ নেন। পরীক্ষা গ্রহণের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনে নামেন।
পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ‘হার্ট অ্যাটাকে’ ইউজিসি কর্মকর্তার মৃত্যু হয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শুরু থেকেই প্রশ্ন ফাঁসের সব ধরনের অভিযোগ নাকচ করে আসছে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ২০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করে এবং ভর্তির প্রক্রিয়া শুরু করে।
সারা দেশে ৩০টি সরকারি মেডিকেল, একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে মোট তিন হাজার ৭৪৪টি আসন রয়েছে। এ ছাড়া বেসরকারি ৬৫টি মেডিকেল কলেজ ও ২৪টি ডেন্টাল কলেজে ছয় হাজার ৩৫৫টি আসন রয়েছে।