লক্ষ্মীপুরে গৃহবধূসহ নিহত ২
লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এবং গাছচাপা পড়ে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার মজু চৌধুরীহাট ও মান্দারী বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চররমণী গ্রামের দরবার শরিফ এলাকার সুমি আক্তার ও পূর্ব মান্দারী গ্রামের এনায়েত উল্লা মাস্টারবাড়ির মো. শাহজাহান।
নিহত সুমির স্বজনরা জানান, আজ সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মজু চৌধুরীহাট এলাকায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জয়দল বন্ধসী ও তাঁর স্ত্রী সুমি। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকালের দিকে মান্দারী বাজার এলাকা রাস্তা পারাপারের সময় গাছচাপা পড়ে গুরুতর আহত হন মো. শাহজাহান। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, সেখানে একটি গাছের ডাল কেটে দড়িতে বেঁধে রাখা হয়েছিল। সেই ডালটি দড়ি ছিঁড়ে শাহজাহানের ওপর পড়ে যায়। এতেই তিনি গুরুতর আহত হন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।