ফ্রিজে রাখা ইলিশ গেল এতিমখানায়
গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠীর রাজাপুর উপজেলার এক জেলের বাড়ির ফ্রিজে রাখা মা ইলিশ উদ্ধার করে স্থানীয় এতিমখানায় দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাকোপা এলাকার জেলে বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতরে রাখা একটি ফ্রিজ থেকে ৫০ কেজি ডিমওয়ালা ইলিশ উদ্ধার করা হয়। এ সময় বেলায়েত হোসেন পালিয়ে যান। জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ ছাড়া এ দিন সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিপুল কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জেলেকে অর্থদণ্ড করা হয়। কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে মোট ৩৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আরো ২৮ কেজি ইলিশ জব্দ করা হয়। দুপুরে জব্দ কারেন্ট জাল পুরান কলেজ খেয়াঘাট এলাকায় জনসম্মুখে পোড়ানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় মৎস্য বিভাগ ও প্রশাসন আজ সকাল থেকে দুপুরে পর্যন্ত নদী দুটির বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় রাজাপুরে ইলিশ শিকার করায় জাহাঙ্গীর হোসেন নামের এক জেলেকে আটক করে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সাদিকুর রহমান এ আদেশ দেন।
অভিযানে আরো ছিলেন বরিশাল মৎস্য বিভাগের সহকারী পরিচালক আবদুল আলিম, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস।
মৎস্য বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে। এ সময় ইলিশ ধরাসহ ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।