টায়ার নিয়ে ভাসতে ভাসতে সাগরে নিখোঁজ মেডিকেলছাত্র

Looks like you've blocked notifications!

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এক ছাত্র। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এর পর স্থানীয়ভাবে সাগরে ছোট ট্রলারে করে তল্লাশি অভিযান চালানো হয়। তবে সন্ধ্যার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিখোঁজ মাহমুদুল ইসলাম মামুন শেবাচিমের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার মণ্ডল জানান, আজ দুপুরের দিকে বরিশাল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের ৫৪ জন ছাত্র কুয়াকাটা আসেন। তাঁরা হোটেল সি কুইনে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা সৈকতে গোসল করতে নামেন। টায়ার নিয়ে ভাসতে ভাসতে সাগরের গভীরে চলে যায় এদের মধ্যে পাঁচজন। 

ইঞ্জিন নৌকায় করে পরে ভাসমান চারজনকে উদ্ধার করা গেলেও মামুন নিখোঁজ হয়। পরে নৌ পুলিশের সহায়তায় স্থানীয় জেলেদেরকে ছোট ট্রলারে করে নিখোঁজ ছাত্রের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। কিন্তু মামুনের কোনো খোঁজ মেলেনি। 

পরে রাতে তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয় বলে জানান এসআই।