রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২
রাঙামাটির কাপ্তাই উপজেলায় গুলি করে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উপজেলার রাইখালিতে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মংসানু মারমা (৪০) এবং জাহিদ হোসেন (২২)।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‘আমি খবর পেয়েই ঘটনাস্থলে এসে দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেছি। কিন্তু কারা কী কারণে এদের হত্যা করেছে সেটা জানাতে পারছে না কেউই। আমরা এর পেছনের কারণ বের করতে চেষ্টা করছি।’
বার্তা সংস্থা ইএনবি জানিয়েছে, নিহত মংশেনু মারমা জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের কর্মী ও তাঁর বন্ধু জাহিদ ছাত্রলীগ কর্মী।