ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী পেয়ারা খাতুনকে হত্যার দায়ে স্বামী জসীম সরদারকে (২২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে জসীমকে নয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম আসামি জসীম সরদারের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
জসীমের বাড়ি সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আহমেদ মোল্লারডাঙ্গি গ্রামে।
ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) খসরুজ্জামান দুলু জানান, জসীম সরদার ২০১১ সালের ১৫ এপ্রিল রাত থেকে ভোর পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী পেয়ারা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যা করেন। এরপর শ্বশুরবাড়ির (আসামির) পাশের সোনা মিয়ার পাটক্ষেতে লাশ ফেলে রাখেন। এ ঘটনায় নিহত পেয়ারা বেগমের বড় ভাই কাশেম মণ্ডল ফরিদপুর কোতোয়ালি থানায় জসীম সরদারকে আসামি করে হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে জসীমকে আজ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি খসরুজ্জামান দুলু এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন নারায়ণচন্দ্র দাস।