লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই আটক
লক্ষ্মীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আবদুল হান্নান (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হান্নানের ছোট ভাই আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান ও আটক আবদুল মান্নান পার্বতীনগর ইউনিয়নের আবুল কালামের ছেলে। দুই ভাই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
আবদুল হান্নানের বাবা আবুল কালাম দাবি করেন, গতকাল রাতে হান্নানের স্ত্রী সালমা আক্তারের ঘরে উঁকি দেন ছোট ভাই মান্নান। এ সময় বড় ভাই বিষয়টি টের পান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
‘একপর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে হান্নান দা নিয়ে ছোট ভাইয়ের দিকে তেড়ে যান। পরে হান্নানের হাত থেকে দা ছিনিয়ে নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন মান্নান,’ যোগ করেন আবদুল হান্নান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা দাশ বলেন, বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।