ঝড়ে চিৎকার করছিল পাখিরা, মারা যায় ৬ হাজার

Looks like you've blocked notifications!
ঝড়ের কবলে পড়ে মারা যায় নড়াইলের অরুণিমা ইকোপার্কের ছয় হাজার পাখি। ছবি : সংগৃহীত

টানা কয়েক দিন বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে নড়াইলের অরুণিমা ইকোপার্কের প্রায় ছয় হাজার দেশীয় ও অতিথি পাখি মারা গেছে।

গত মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পার্কের বিভিন্ন গাছতলা ও পুকুর মৃত পাখিতে ভরে গেছে। এ সময় পার্কের বিভিন্ন স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অরুণিমা পার্কের কর্তৃপক্ষ জানায়, রাতে যখন ঝড় হচ্ছিল, তখন পাখিরা ভয়ে অনেক চিৎকার করছিল। গতকাল বুধবার ভোরে দেখা যায়, হাজার হাজার পাখি এলাকাজুড়ে মরে পড়ে আছে।

৫০ একর জায়গাজুড়ে অবস্থিত অরুণিমা পার্কের অন্তত ২৫টি বড় গাছে অর্ধলক্ষাধিক পাখি বসবাস করে আসছে।