গজারিয়ায় অর্ধগলিত লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ হেদায়েত উল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচদিন আগে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।