ক্ষমা চাওয়ার পর স্ত্রীকে হত্যা, এবার হবে ফাঁসি
চুয়াডাঙ্গায় স্ত্রী তহমিনা খাতুনকে (২৭) হত্যার দায়ে আকাশ ওরফে মিঠু (৩৪) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত আকাশ জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার মরহুম রমজান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজুম্মা গ্রামে বাবার বাড়িতে খুন হন তহমিনা। পরে ওই খুনের ঘটনায় তহমিনার বাবা সবদ আলী বাদী হয়ে মেয়েজামাই আকাশকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে জামাতা আকাশ প্রায়ই তহমিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। যে কারণে ২০১৬ সালের ১৩ জুলাই বাবার বাড়িতে চলে যান তহমিনা। পরের দিন আকাশ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চান এবং রাতে সেখানেই অবস্থান করেন। মাঝরাতে বাড়ির লোকজন তহমিনার গোঙানি শুনে ঘুম থেকে জেগে উঠে আকাশকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখে। পরে তহমিনাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ আকাশ ওরফে মিঠুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন।