শেরপুরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অস্ত্রসহ দুলাল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঝগড়ারচর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে শ্রীবরদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন।
গ্রেপ্তার হওয়া দুলাল ঝগড়ারচর মোদকপাড়া গ্রামের বাসিন্দা।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অস্ত্রসহ গ্রেপ্তার দুলাল (মধ্যে)। ছবি : এনটিভি
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে গতকাল মাঝরাতের দিকে শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঝগড়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ওসি রুহুল আমিন তালুকদার ও দুই পুলিশ কনস্টেবল আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আহত ওসি রুহুল আমিন তালুকদারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।