পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু, আস্থার জায়গা। থানায় আসতে যেন সাধারণ মানুষ ভয় না পায়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ বাহিনীর উদ্দেশে এসব কথা বলেন আইজিপি।
দেশের মানুষকে নির্বিঘ্ন সেবা দেওয়ার মধ্য দিয়ে পুলিশকেই জনগণের বন্ধু হয়ে উঠতে হবে উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমি পুলিশকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছি থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। থানাতে লোকজন আসবে তাদের অভাব-অভিযোগ নিয়ে, প্রত্যেকের অভাব-অভিযোগ শুনতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি কতটুকু করতে পারলাম, এটাও তাদের জানাতে হবে। থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা। এটি যেন ভয়ের জায়গা না হয়, যাতে লোকজন আসতে ভয় পায়।’ নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না বলেও নির্দেশ দেন তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, সারা দেশব্যাপী পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন করবে।
এ ছাড়া বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একইভাবে মাদকমুক্ত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পুলিশের মহাপরিদর্শক। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ভিশন-২০৪১ বাস্তবায়নে পুলিশ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
এর আগে আইজিপি বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগের অর্থায়নে চারতলা বিশিষ্ট এ ভবনে ব্যয় হয় দুই কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।