বান্দরবানে জিপচাপায় শ্রমিকের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় জিপের নিচে চাপা পড়ে মো. জুবাইর (১৯) নামের সড়ক সংস্কারকাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার সরই ইউনিয়নে লামা-সরই সড়কের মজিবরের দোকান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জুবাইর কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বশির আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালের দিকে লামা-সরই সড়ক ধরে সরই বাজার থেকে লামার উদ্দেশে যাচ্ছিল একটি জিপগাড়ি। সে সময় মজিবরের দোকান এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে রাস্তা সংস্কারের কাজ করছিলেন জুবাইর। জিপটি মজিবরের দোকান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে জুবাইরকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, সড়ক নির্মাণকাজ করার সময় জিপের চাপায় এক শ্রমিক মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।