চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার বড়বোয়ালিয়া গ্রামের জাহানারা বেগম (৫৩) ও তাঁর স্বামী ইবাদত আলী জোয়ার্দ্দার (৫৭)।
নিহত দম্পতির ছেলে আশরাফুল ইসলাম জানান, গতকাল রাতে তাঁর মা ও বাবার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর বাবা ঘরে থাকা বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে খুন করেন। পরে তাঁর বাবা ইবাদত ঘরের মধ্যে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহ্ত্যা করেন।
খবর পেয়ে রাত ১টার দিকে লাশ দুটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মো. আসাদুজ্জামান বলেন, লাশ দুটি উদ্ধারের পর নিহতদের ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা করেছেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।