লক্ষ্মীপুরে স্বতন্ত্র - ৩, আ.লীগ- ২
লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার তিনটিতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দুইটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।
গতকাল রোববার তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়।
রোববার রাতে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু (দোয়াত-কলম) ৫১ হাজার ১২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কাশেম চৌধুরী (নৌকা) ৩৭ হাজার ৩৪৭ ভোট পেয়েছেন।
রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনির হোসেন চৌধুরী (নৌকা) ২৭ হাজার ২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির মো. সিরাজ মিয়া (আম) দুই হাজার ৩৭০ ভোট পেয়েছেন।
রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ (নৌকা) ৩৬ হাজার ৯৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার ২৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।
রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ) ২১ হাজার ২৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহেদ (নৌকা) ১৬ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।
কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী (দোয়াত-কলম) ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এ কে এম নুরুল আমিন (নৌকা) ১২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।