ভাঙ্গায় স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/16/photo-1445003996.jpg)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদি গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শিক্ষকের বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ঘটনার শিকার বাবুল মিয়া জানান, গভীর রাতে ১৫-২০ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতদল আলমারি ভেঙে চার ভরি ওজনের স্বর্ণালংকার, ঘরে থাকা ৭৫ হাজার টাকা, মোবাইল সেট, দামি জিনিসপত্রসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, ডাকাতির ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।