নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকান লুট, একজন আহত

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারে চার নৈশপ্রহরীকে বেঁধে সাতটি স্বর্ণের দোকান থেকে ১০ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে শ্যামল নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

দীঘিরপাড় বাজারের দোকানমালিক রফিক মোল্লা জানান, কাল রাতে ২০ জনের বেশি ডাকাতদের একটি দল দীঘিরপাড় বাজারে হানা দিয়ে অস্ত্রের মুখে চার নৈশপ্রহরী বিজয়, মালু, রাজ্জাক ও সুমনকে হাত-পা বেধেঁ একটি স্থানে আটকে রাখে। পরে তারা সাতটি স্বর্ণের দোকানে ডাকাতি করে।

দাস গহনালয়ের মালিক লক্ষ্মণ দাস জানান, দুর্বৃত্তরা দোকানগুলো থেকে ৩০ ভরি স্বর্ণ লুট করেছে।

তবে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ ঘটনাকে চুরি দাবি করেন। তিনি বলেন, দীঘিরপাড় বাজারের স্বর্ণের সাতটি দোকানের মধ্যে চারটি লুট করে ৮ থেকে ১০ ভরি অলঙ্কার নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘবদ্ধ চোরের দল দীঘিরপাড় বাজার থেকে নিরাপদ স্থানে চলে যায়।