মাগুরায় বাম মোর্চার লংমার্চে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার লংমার্চ মাগুরায় পৌঁছালে এতে লাঠিচার্জ করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা মোটরশ্রমিক ইউনিয়ন অফিসের সামনের এ ঘটনায় ১০ আন্দোলকারী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাম মোর্চার লংমার্চের গাড়িবহর মাগুরায় পৌঁছায়। সেখানে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, বাম গণতান্ত্রিক আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী ফ্রন্টের মোসরেফা মিশুর নেতৃত্বে ৫০০-এর বেশি নেতা-কর্মী মহাসড়কে লং মার্চের র্যালি বের করে। এ সময় মাগুরার একদল পুলিশ র্যালিতে বাধা দেন। পুলিশের বাধা উপেক্ষা করে র্যালিটি মাগুরা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পৌঁছায়। এ সময় পুলিশ র্যালিতে লাঠিচার্জ করে। এতে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, ফকরুদ্দিন আজিজসহ ১০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন জোনায়েদ সাকি। পরে দুপুর ১২টার দিকে লংমার্চের গাড়িবহন মাগুরা থেকে ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান এনটিভিকে বলেন, পূর্ব অনুমতি ছাড়া হঠাৎ করেই বাম মোর্চার নেতা-কর্মীরা মহসড়কে র্যালি বের করে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। র্যালিতে থাকা নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিলে তাদের ছত্রভঙ্গ করা হয়। কোনো লাঠিচার্জ করা হয়নি বলেও দাবি করেন ওসি মুন্সী আসাদুজ্জামান।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা