আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টায় এ দুটি ঘটনা ঘটে।
এরা হলো উপজেলার জবসেন এলাকার আবদুল আলিম সরদারের ছেলে মাহিন সরদার (২) ও উপজেলার বাকাল গ্রামের মানিক দাসের ছেলে অঙ্কন দাস (২)।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।