ফরিদপুরের এক ইঞ্চি মাটিও কাঁচা থাকবে না
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445098290.jpg)
ফরিদপুরের এক ইঞ্চি মাটিও কাঁচা থাকবে না। সব রাস্তাঘাট পাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরতলির অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুরের হাসপাতাল মাঠে এক সমাবেশে এই কথা বলেন এলজিআরডিমন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে মন্ত্রী সেখানে আকমালের মার খেয়াঘাটে কুমার নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন করেন।
সেতু নির্মাণে এলজিআরডি মন্ত্রণালয় এক কোটি ২০ লাখ ১৩ হাজার ৬৫৮ টাকা ব্যয় করে।
সেতু উদ্বোধন শেষে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এ জন্য প্রধানমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন। ২০২১ সালে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।
এর আগে দুপুরে এলজিআরডিমন্ত্রী সদর উপজেলার ঈশান গোপালপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।